কলকাতা ব্যুরো: চলতি সপ্তাহের প্রথম লক ডাউনে মোটামুটি বন্ধের চেনা ছবি শহরে। দোকানপাট বন্ধ, বন্ধ যানবাহন। তার সঙ্গে থেকে থেকে বৃষ্টির জেরে ছুটির মেজাজ এ দিনের লক ডাউনে। তবে তারমধ্যেও কিছু নাগরিক লক ডাউন উপেক্ষা করে বিনা কারণে রাস্তায় বেড়ানোই পুলিশের নজরে পরেন।
এদিন দুপুর পর্যন্ত কলকাতা পুলিশ লকডাউনের আইন ভাঙায় ২৭৪ টি অভিযোগ দায়ের করেছে। ৬ টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্ক ব্যাবহার না করায় ১৮৯ টি ঘটনায় আইনি পদক্ষেপ করেছে লালবাজার। প্রকাশ্যে থুথু ফেলায় ১২ জনকে জরিমানা করেছে পুলিশ।