কলকাতা ব্যুরো: সোমবার থেকে আটটায় ছাড়বে শেষ মেট্রো। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে একথা।
একইসঙ্গে বাড়ানো হচ্ছে মেট্রো রেলের সংখ্যা। এখন চলছে ১১৬ ট্রেন। তা বাড়িয়ে ১২২ টি করা হচ্ছে ৫ অক্টোবর থেকে। কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেট্রো।একইসঙ্গে ৪ অক্টোবর থেকে রবিবারও চলবে মেট্রো। সম্প্রতি কলকাতা মেট্রো রেলের তরফে একথা জানানো হয়েছে। ক্রমশ বাড়তে থাকা ভিড় ছাড়াও পুজোর ভিড় সামলানোর ক্ষেত্রেও এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।