কলকাতা ব্যুরো: লালবাজারে বোমা রাখা আছে। তা বিস্ফোরণ ঘটিয়ে কলকাতা পুলিশের সদর দপ্তর উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে মঙ্গলবার। ১০০ নম্বরে ফোন করে এমন হুমকি দেওয়ার পরে সতর্কতার কারণে তল্লাশি চলে। কিন্তু কোথাও তেমন কোনও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।
এরইমধ্যে খোঁজ চলে সেই ফোনের উৎসের। পুলিশ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার এক পরিচিত বহুতল আবাসন থেকে এক যুবককে আটক করে। তাকে দীর্ঘ জেরার পর গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করে। আদালত ধৃতকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।