কলকাতা ব্যুরো: মেয়েরা সম্পদ। তাদের নিয়ে আমরা গর্বিত। শুক্রবার এক টুইটে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২০১৩ সাল থেকে এই প্রকল্প চালু করেছিল রাজ্য। যা রাষ্ট্রসঙ্ঘের প্রথম পুরস্কার অর্জন করে। এর আওতায় রয়েছে রাজ্যের ৬৭ লাখ মেয়ে।
Previous Articleবিএসএফ-র চেষ্টায় বিরল প্রজাতির পাখি পাচার ব্যর্থ
Next Article এক ফোনে উধাও এক লক্ষ
2 Comments
রেজাল্ট বের হওয়ার আগেই আগামী sessionএর পোর্টাল খুলে গেলে কি HSপরীক্ষার্থীনি কন্যাশ্রীরা
দ্বাদশ শ্রেণীর ছাত্রী হিসেবে k2 upgradation এর ফর্ম পূরণ করে জমা দিতে পারবে? দম (সঠিক জানা) থাকলে উত্তর দিন।
রেজাল্ট বের হওয়ার আগেই আগামী sessionএর পোর্টাল খুলে গেলে কি HSপরীক্ষার্থীনি কন্যাশ্রীরা (যারা দ্বাদশ শ্রেণীতে একবার renewalএর 1000/- টাকা পেয়েছে) পুনরায় দ্বাদশ শ্রেণীর ছাত্রী হিসেবে k2 upgradation এর ফর্ম পূরণ করে জমা দিতে পারবে? কারো জানা থাকলে উত্তর দিন।