কলকাতা ব্যুরো : একজোড়া বিরল প্রজাতির পাখি পাচার রুখে দিল বিএসএফ-র জওয়ানরা। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল পাখিগুলো। সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা সেই পাখি দুটি উদ্ধার করে পাঠিয়ে দেন কলকাতার আলিপুর চিড়িযাখানায়। তাওকান প্রজাতির ওই পাখি দুটি বাংলাদেশে পাচার করতে পারলেই পাচারকারিদের হাতে আসত ১৪ লাখ২১ হাজার টাকা।
কিলবিল্ড টওকান নামের উদ্ধার হওয়া ওই পাখি দুটি বিরল প্রজাতির । এই প্রজাতির পাখি কোনো কোনো জায়গায় আবার সালফার – ব্রেস্ট টাওকান বা রেনবো বিল্ট টওকান নামেও পরিচিত । এই পাখি গুলো মূলত লাতিন আমেরিকায় পাওয়া যায়।