কলকাতা ব্যুরো : আমার সময় সীমিত। আমার টুইটার একাউন্ট সাসপেন্ড করে দেবে। এ ভাবেই টুইট করেন আজ বলিউড অভিনেত্রী কঙ্গনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একের পর এক টুইট করে মুম্বাই মাফিয়াদের সম্পর্কে কথা বলে গেছেন কঙ্গনা। রণবীর কাপুর, মহেশ ভাট, করণ জোহরের বিরুদ্ধেও কথা বলতে ছাড়েন নি তিনি। আজও টুইট করে কঙ্গনা জানান, ” আমার বক্তব্যকে মুভি মাফিয়ারা একতরফা ভাবছে। আমার একাউন্ট যে কোনো সময় তারা সাসপেন্ড করে দেবে। কিন্তু আমার হাতে যে সময় আছে সেই সমযে ওদের কীর্তি প্রকাশ্যে আনতে চাই। ” তিনি আরো জানান, বয়কট কঙ্গনা বলে হ্যাশট্যাগ ক্যাম্পেইন চলছে।
কঙ্গনার এই কমেন্টস দেখে তার অনেক ভক্তই বলেছেন আপনি টুইটার ছেড়ে ইউটিউবে আসুন। আপনাকে কেউ আটকাতে পারবে না। স্বাধীনতা দিবসে তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করে অনেকের ট্রোলের মুখে পড়েন। জবাব ও দেন তিনি। জানান বি জে পি লতে যোগ দেওয়ার প্রস্তাব তিনি পেয়েছিলেন। কিন্তু অভিনয় নিয়ে থাকতে চান তিনি।