কলকাতা ব্যুরো: জি-মেল ডাউন। সারা পৃথিবীতে। কেউ মেল পাঠাতে পারছে না। গুগলে কাজ করতেও সমস্যা হচ্ছে। বিশ্বজুড়ে মানুষের চরম ভোগান্তি। নেট নির্ভর এই দুনিয়ায় এক মুহুর্তে গুগল, জি-মেল ছাড়া চলার উপায় নেই। এই দূর্ভোগের কারণ জানিয়েছেন গুগল কর্তৃপক্ষ। জি-মেলের সার্ভার ডাউন হয়ে আছে। তাই এই বিপত্তি। মেরামতির কাজ চলছে।
Previous Articleচিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২
Next Article বরবটি ভর্তা
Related Posts
Add A Comment