কলকাতা ব্যুরো : নীতি আয়োগের পক্ষ থেকে সরকারকে দেশের পাবলিক সেক্টরের তিনটি ব্যাঙ্ককে বেসরকারিকণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই সব ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এসবের পাশাপাশি সমস্ত গ্রামীণ ব্যাঙ্কগুলোর সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হযেছে। কেন্দ্রীয় সরকার দেশের অর্ধেকের বেশি পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোর বেসরকারিকরণের যোজনা তৈরি করেছে। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য, পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোর সংখ্যা কমিয়ে ৫ করা। এই প্রক্রিয়ায় প্রথম ধাপে ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া,সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক এর শেয়ার বিক্রি করে দেওয়া। বিষয়টি সম্পর্কে নরেন্দ্র মোদী ব্যাঙ্ক ও এনবিএফসি ( NBFC) -র শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। ব্যাঙ্কিং সেক্টরকে ফের ট্রাকে ফিরিয়ে আনার জন্য একাধিক বিষযে পর্যালোচনা চলছে। গত বছর আইডিবিআই ( IDBI) ব্যাঙ্ক ও তাদের অংশীদারিত্ব এলআইসি ( LIC) কে বিক্রি করেছিল। এর পর থেকেই এই ব্যাঙ্ক প্রাইভেট হয়ে গিয়েছে। আইডিবিআই (IDBI) আগে সরকারি ব্যাঙ্ক ছিল। ১৯৬৪ সালে তৈরি হয় এই ব্যাঙ্ক। আইডিবিআই ( ( IDBI ) ব্যাঙ্ক-এ এলআইসি ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৫১ শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে। পরে এলআইসি ও সরকার মিলে ৯ হাজার ৩০০ কোটি টাকা আইডিবিআই ব্যাঙ্ক-এ ইনভেস্ট করেছে । এর মধ্যে LIC র অংশীদারিত্ব ৪ হাজার ৭৪৩ কোটি টাকার।

Share.
Leave A Reply

Exit mobile version