কলকাতা ব্যুরো: রাজ্যের মানুষ যখন করোনা আতঙ্কে ভুগছেন,দিশাহারা কোথায় যাবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে ঠিক সেই সময়ে যাদবপুর এলাকার মানুষদের স্বার্থে এগিয়ে আসলেন সিপিআইএম যাদবপুর এরিয়া কমিটির নেতৃত্ব।মূলত তাদের উদ্যোগে ও থাইরোকেয়ারের সহযোগিতায় প্রায় দুশোর বেশি মানুষের এন্টিবডি টেষ্ট করা হলো নামমাত্র খরচায়।যাদবপুর ৮বি সংলগ্ন মৃত্যূঞ্জয় ভবনে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুজন চক্রবর্তী,সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়াও সিপিআইএম নেতৃত্ব ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।হাতের সামনে নামমাত্র খরচে এন্টিবডি টেষ্ট করাতে পেরে খুশি স্হানীয় মানুষরা।পাশাপাশি বাম নেতৃত্বের দাবি, আগামি দিনে তারা নিজেরা উদ্যোগ নিয়ে এধরনের ক্যাম্প বিভিন্ন জায়গায় করবেন।যে কাজ সরকারের করার কথা সেই কাজ সরকার করতে ব্যর্থ হলে কমিউনিস্ট পার্টির দায়িত্ব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য লড়াই করা।সেই কাজ তারা চালিয়ে যাবেন।

Share.
Leave A Reply

Exit mobile version