কলকাতা ব্যুরো: করোনা আবহে যাত্রী ভিড় সামাল দিতে জব্বলপুর এবং গৌহাটি র মধ্যে দুটি নতুন ট্রেন চালু হচ্ছে। আগামী সোমবার থেকে হাওড়া এবং গুয়াহাটির মধ্যে স্পেশাল ট্রেন চালু হতে চলেছে। পূর্ব রেল এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। রেলের তথ্য অনুযায়ী, হাওড়া থেকে বিকেল তিনটে পঞ্চাশ মিনিটের ছেড়ে ট্রেনটি পরদিন সকাল দশটা পাঁচ গু য়াহাটি পৌঁছাবে। এবং ওই দিনই গৌহাটি থেকে বেলা বারোটা কুড়িতে ছেড়ে আবার তার পরেরদিন ৫ টা ২৫ এ হাওড়া এসে পৌছবে।
ট্রেনটি এই পথের মাঝে বর্ধমান, বোলপুর- শান্তিনিকেতন, রামপুরহাট, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিশান্গঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাও এবং কামাখ্যা স্টেশনে থামবে। স্পেশাল ট্রেনের ভাড়া বেশি হবে। আবার জব্বলপুর থেকে হাওড়ার মধ্যে প্রথম স্পেশাল ট্রেনটি ছাড়বে বুধবার রাত ১১ টা ৫০ মিনিটে জব্বলপুর থেকে ছেড়ে পরের দিন একটা দশে হাওড়া পৌছবে। আবার ৯ অক্টোবর থেকে হাওড়া ছেড়ে আবার পরদিন জব্বলপুরে পৌছবে ট্রেনটি।