কলকাতা ব্যুরো: ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ কাটার জন্য আজ থেকে তিনদিনের জন্য বন্ধ শিয়ালদা উড়ালপুল ( বিদ্যাপতি সেতু)। এই তিন দিনে টানেল কাটা হবে ওই সেতুর নিচ দিয়ে। আজ ভোর ছয়টা থেকে বন্ধ হয়েছে ওই উড়ালপুল। খুলবে সোমবার সকাল ৬ টায়। সোমবার থেকে ওই উড়ালপুলের ওপর দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
ওই উড়ালপুলটি বন্ধ থাকার জন্য ইতিমধ্যেই ওই এলাকার যান চলাচলের রুটগুলিতে বিকল্প ব্যবস্থা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। এই কদিন ওই এলাকায় বন্ধ থাকবে ট্রাম চলাচল। দক্ষিণের দিক থেকে শিয়ালদা স্টেশনে যাবে যে গাড়িগুলো, সেগুলি অবশ্য নির্দিষ্ট পথেই যেতে পারবে।তবে উত্তরের দিক থেকে শিয়ালদা স্টেশনে যাবে যে গাড়িগুলি তাদের রাজাবাজার ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণ থেকে উত্তরের দিকে যাবে যে গাড়িগুলি, সেগুলিকে মৌলালি থেকে আর উত্তর থেকে দক্ষিণের দিকে যাবে যে গাড়িগুলি, সেগুলিকে মানিকতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচলেও। যাত্রীবাহী দক্ষিণগামী গাড়ি যেগুলির টার্মিনাস মৌলালি, সেগুলি রাজাবাজার পর্যন্ত যাবে। উত্তরগামী যে সমস্ত গাড়ি রাজাবাজার পর্যন্ত যায়, সেগুলি যাবে মৌলালি পর্যন্ত।