কলকাতা ব্যুরো : জম্মু কাশ্মীরের গভর্নর পদ থেকে ইস্তফা দিয়েই দেশের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হলেন জিসি মুর্মু। কেন্দ্রীয় সরকার তাকে ওই পদে নিয়োগ করেছে। দেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে থাকা রাজীব মহর্ষির বয়স ৬৫ হয়ে যাওয়ায় দায়িত্ব ছারার সময় হয়ে যায় তার। যেহেতু কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটি একটি সাংবিধানিক পদ তাই তাকে ফাঁকা রাখা যায় না। সে জন্যই রাজিব মহর্ষির পদে জি সি মুর্মুকে তড়িঘড়ি নিয়োগ এর সিদ্ধান্ত।
Previous Articleকোঝিকোরে বিমান ভেঙে মৃত ১৪, দাবি
Next Article করোনা কালে ২২ শ্রাবণ
Related Posts
Add A Comment