কলকাতা ব্যুরো: কোঝিকোরে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থার দাবি। মাল্লাপুরমের পুলিশ সুপার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ১২৩ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।
ইতিমধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিমান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কেরলের রাজ্যপালের কাছ থেকে তিনি দুর্ঘটনা নিয়ে খোঁজ নিয়েছেন বলেও ট্যুইট করে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনার খবর পেয়েই কথা বলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সঙ্গে। পরে ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী যাঁরা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।