কলকাতা ব্যুরো: প্রবল বৃষ্টি আর ভরা কোটালে উত্তাল সমুদ্র থেকে যখন সবাই দূরে, তখন উড়িষ্যার তালসারিতে মাছ ধরতে গিয়েছিলেন এক মধ্যবয়সি। কিন্তু সমুদ্রের প্রবল ঢেউয়ের সঙ্গে টাল না রাখতে পারায় তলিয়ে গেলেন তিনি।
ভাসতে ভাসতে সেই দেহ এসে শনিবার ভিড়লো দীঘার সৈকতে। প্রথমে কার দেহ তা নিয়ে ধন্ধে পরে পুলিশ। পরে খোঁজ নিয়ে জানা যায় তালসারির কথা। কোস্টাল থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠায়।