কলকাতা ব্যুরো: আগুন পিছু ছাড়ছে না তেলেঙ্গানার। শ্রীসাইলামের বিদ্যুৎ কেন্দ্রে বিধ্বংসী আগুনে ন’জনের মৃত্যুর পরের দিনই বন্থাপল্লী শিল্প তালুকে একটি ওয়ার হাউসে আগুন লাগে। কোনো জীবনহানীর খবর নেই। তবে প্রচুর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাতেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন।
Previous Articleতালসারি থেকে দেহ ভাসলো দীঘায়
Next Article জানতে ক্ষতি কি ?
Related Posts
Add A Comment