কলকাতা ব্যুরো: করোনা চিকিৎসার সুবিধাযুক্ত একটি হোটেলে রবিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে। আগুনে সেখানে থাকা সাতজন মারা গিয়েছেন বলে সংবাদ সংস্থার দাবি। অন্তত ৩০ জনকে সেখান থেকে বের করে আনা গিয়েছে। দমকল দীর্ঘ চেষ্টায় আগুন আয়ত্বে এনে। ঘটনাটি ঘটেছে বিজয়ওয়াড়াই। ঘটনার খবর পেয়েই অন্ধ্র প্রদেশের মূখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি তদন্তের নির্দেশ দিয়েছেন।
একদিন আগেই আহমেদাবাদে একটি হাসপাতালে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে।