কলকাতা ব্যুরো: ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠান হল শনিবার। ময়দানে একেবারে অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হয় শতবর্ষের সূচি। ক্লাবের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ক্লাব তাঁবুতে সকাল ১০ টায় পতাকা উত্তোলন করে বর্ষপূর্তি পালন হয়। করোনা ও আম্পান ক্ষতির আবহে এই অনুষ্ঠান যে খুব সাদামাঠাভাবে হবে তা আগেই জানানো হয় ক্লাবের তরফে। শতবর্ষের বিশেষ স্মারক পুস্তক প্রকাশিত হয়। তা পরবর্তীক্ষেত্রে কিনতে পারবেন আগ্রহীরা।
শতবর্ষ প্রাচীন দলের জন্মদিন পালনে সমর্থদের নিজেদের পাড়ায় বা এলাকায় দলীয় পতাকা উত্তোলন করার পরামর্শ দেওয়া হয়েছিল।
Previous Articleকলকাতা থেকে চট্টগ্রাম হয়ে ত্রিপুরা
Next Article দমদম-বাগডোগরায় ১৫ দিন বন্ধ
Related Posts
Add A Comment