Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108
ফেড নীতির জেরে আজ নিচের দিকে শুরু করলেও দিন বাড়তে বাড়তে আবার উপরেই আসে বাজার সূচক। ১৭৬০৯ দিয়ে শুরু করে নিফটি পরে এক লাফে চলে আসে ১৭৫৩২ র দিকে। এর পরেই কালকের থেকে ৮৯ পয়েন্ট নিচে অর্থাৎ ১৭৬২৯.৮০ র ঘরেই শেষ হয় নিফটি যাত্রা। একই ভাবে ৩৩৭ পয়েন্ট নিচে আসে সেনসেক্স বর্তমানে ৫৯১১৯।
প্রত্যাশিত ৭৫ বেসিস পয়েন্ট ই বাড়ে ফেড নীতির সুদের হার তাতে খুব বেশি প্রভাব পরেনি ভারতীয় বাজারে। তবে আপাতত সম্ভাবনা নেই সুদের হার কমানোর এই ঘোষণার পরেই নেতিবাচক দিকে চলে যায় মার্কিন বাজার , পরে আবার উপরেই বন্ধ হয়। আশা ছিল ২০২৩ সালে শুরুর দিকে কম হতে পারে ফেডারেল ব্যাঙ্কের সুদের হার কিন্তু মার্কিন মন্দা কে নজরে রেখে আগামী সালের কম নোই উল্টে বাড়তে পারে ৪.৬ ( বর্তমানে বাড়ে ৪.5 শতাংশ সুদ) শতাংশ সুদের । এর পরেই ২৫১০ কোটির নগদ শেয়ার বিক্রি করে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার। তবে ভারতীয় বাজারে আজ শক্তি দেখায় ডি আই আই প্রায় ২৬৩ কোটির নগদ শেয়ার বিনিয়োগ করে।
আজ বাজারে সিদ্ধান্তহীন প্রস্থ সত্ত্বেও নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচকগুলি যথাক্রমে এক শতাংশের তৃতীয় এবং ছয়-দশমাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এনএসইতে ৯৮৫ অগ্রিম শেয়ারের বিপরীতে প্রায় ৯৯১ টি শেয়ার কমেছে।
নিফটি প্রথম অর্ধে ভালো শক্তি দেখালেও আস্তে ধীরে গতি হারিয়ে চলে আসে পার্শবর্তী এলাকাতে। তবে সূচকে আছে বুলিশ ভাব কারণ আজ ১৭ ,৪০০ -১৭ ,৫০০ কে ধরে রাখে নিফটি। এই স্তরের বিরতির ফলে সূচকটিকে ১৭ ,200-১৭ ,৩০০ -এ টেনে আনতে পারে, বিপরীত দিকে, ১৭ ,৮টো একটি গুরুত্বপূর্ণ বাধা হিসাবে কাজ করবে। অস্থিরতাও ২কমে বর্তমানে ১৮.৮২ হয়েছে ইন্ডিয়া ভিক্স এ।
কালকের জন্য, ১ ৭ ,৫০০ এবং ১৭ ,৭০০ গুরুত্বপূর্ণ স্তরের দিকে নজর রাখতে হবে এবং ১৭ ,৫০০ এর নিচে, সূচকটি ১৭ ,৪০০ -১৭ ,৩৫০ -এ পিছলে যেতে পারে। ১৭ ,৭০০ এর বেশি রেঞ্জ ব্রেকআউট সূচকটিকে ১৭ ,৮০০ -১৭ ,৮৫০ -এ ঠেলে দিতে পারে।
আজ দুর্বল ছিল নিফটি ব্যাঙ্ক। আজ নিফটির নিচে আসার ক্ষত্রে ব্যাংকিং স্টকগুলি মূলত দায়ী ছিল। ব্যাঙ্ক নিফটি ৩০০ পয়েন্ট কমে ৪০ ,৮৮৯ -এ খুলেছে এবং ইন্ট্রাডে লো ৪০ ,৩৬০ -এ পৌঁছেছে। এর পরেই বন্ধ হয় ৪০৬৩০ র ঘরে।
গত সপ্তাহের দেয়া স্টক পরামর্শ র মধ্যে আজ লক্ষে পৌঁছায় কে পি আই টি টেক , বর্তমানে ৬৬৮ র ঘরে। তবে বিনিয়োগের করতে নজরে রাখা যেতে পারে মাহিন্দ্রা ফিন্যাসিয়াল সার্ভিস বর্তমানে ২২৩ রয়েছে , লক্ষ হবে ২৬০ স্টপ লস ২১০