কলকাতা ব্যুরো: নেশায় গেল প্রাণ। তাও মদ খেয়ে নয়। মদ না পেয়ে ভেবেছিলেন স্যানিটাইজার গিললে নেশা হবে। ওঁরা শুনেছিলেন, স্যানিটাইজার তৈরি হয় অ্যালকোহলে। ফলে নেশা অবধারিত মনে করে বোতল বোতল স্যানিটাইজার জোগার করেছিলেন ওঁরা। লকডাউনে মদের দোকানের ঝাঁপ বন্ধ থাকলেও ওষুধের দোকানে দেদার স্যানিটাইজার মেলে। নেশা করতে গিয়ে বাঁধল বিপত্তি। স্যানিটাইজার গিলে মৃত্যু হয়েছে ১০ জনের। সকলেই অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কুরিছেদু শহরের বাসিন্দা। বয়স ২৫ থেকে ৬৫-র মধ্যে। পুলিশ জানিয়েছে, আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে। কেউ কেউ আশঙ্কাজনক।

Share.
Leave A Reply

Exit mobile version