Close Menu
Kolkata361°
  • এক নজরে
  • জানা অজানা
  • দেশ-দুনিয়া
    • দেশ
    • দুনিয়া
  • অচিনপুর
  • অদ্ভুতুড়ে
  • কথাবার্তা
  • বৈঠকখানা
  • লেখালিখি
  • ঘুরে-ট্যুরে
  • রাজন্যা
    • ভালো-বাসা
    • খানা খাজানা
    • শরীর ও মন
  • অন্যান্য
    • না-বলা কথা
    • বাঁকা চোখে
    • ক্রাইম ডাইরি
    • কেরিয়ার গাইড
    • প্রবাসীর ডাইরি
    • রিভিউ
    • জ্যোতিষ
    • খেলা
    • ২১ এর ধর্মযুদ্ধ
    • রাজ্য
      • কলকাতা
      • জেলা
    • অর্থকড়ি
      • ব্যবসা
      • শেয়ার বাজার
Follow Us
  • Facebook
  • Twitter
  • YouTube 733
  • WhatsApp
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) YouTube WhatsApp
Kolkata361°
Subscribe Login
  • এক নজরে
  • জানা অজানা
  • দেশ-দুনিয়া
    • দেশ
    • দুনিয়া
  • অচিনপুর
  • অদ্ভুতুড়ে
  • কথাবার্তা
  • বৈঠকখানা
  • লেখালিখি
  • ঘুরে-ট্যুরে
  • রাজন্যা
    • ভালো-বাসা
    • খানা খাজানা
    • শরীর ও মন
  • অন্যান্য
    • না-বলা কথা
    • বাঁকা চোখে
    • ক্রাইম ডাইরি
    • কেরিয়ার গাইড
    • প্রবাসীর ডাইরি
    • রিভিউ
    • জ্যোতিষ
    • খেলা
    • ২১ এর ধর্মযুদ্ধ
    • রাজ্য
      • কলকাতা
      • জেলা
    • অর্থকড়ি
      • ব্যবসা
      • শেয়ার বাজার
Kolkata361°
You are at:Home»এক নজরে»ধ্যাঁনচাদকেও শেষ জীবন কাটাতে হয়েছিল কপর্দকশূন্য অবস্থায়
এক নজরে

ধ্যাঁনচাদকেও শেষ জীবন কাটাতে হয়েছিল কপর্দকশূন্য অবস্থায়

তপন মল্লিক চৌধুরী By তপন মল্লিক চৌধুরী August 29, 2022Updated:August 29, 20222 Comments4 Mins Read
Facebook Twitter WhatsApp Email
Share
Facebook Twitter Email WhatsApp
একথা বললে বোধহয় ভুল হবে না যে ধ্যান চাঁদের একক নৈপুণ্যে ভর করেই ভারত ১৯২৮, ’৩২ এবং ’৩৬ সালের অলিম্পিকে হকিতে সোনা জিতেছিল। ওই তিনটি অলিম্পিকে ৩৩টি গোল করেছিলেন ধ্যানচাঁদ।  ওই সময়টা ছিল ভারতীয় হকির স্বর্ণযুগ। বলের ওপর ধ্যানচাঁদের হকি স্টিকের অসাধারণ নিয়ন্ত্রণ ক্ষমতার জন্য তাঁকে বলা হত হকির জাদুকর। প্রায় সমস্ত দেশই একটা সময়ে ভাবত ধ্যানচাঁদের হকি স্টিকে আঠা জাতীয় কিছু লাগানো থাকে। একবার এমন হল যে মাঠে ধ্যানচাঁদ তাঁর স্টিকে বলকে এমনভাবে নিয়ন্ত্রনে রেখেছেন যে প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডস-এর কর্মকর্তারা বিস্মিয়ে হতবম্ব। শেষ পর্যন্ত তারা ধ্যানচাঁদের হকি স্টিক ভেঙে দেখেছিলেন। কিন্তু সেখানে চুম্বক বা আঠা জাতীয় কিছু পেলেন না। একবার এক ম্যাচে কিছুতেই গোল পাচ্ছিলেন না ধ্যানচাঁদ। তাঁর সন্দেহ হয় | তিনি রেফারিকে গোলপোস্টের উচ্চতা নিয়ে অভিযোগ জানান। মেপে দেখা যায় সত্যি নির্দিষ্ট মাপের থেকে গোলপোস্টের উচ্চতা কম |

এলাহাবাদে প্রয়াগের একটি রাজপুত পরিবারে জন্ম ধ্যানচাঁদের। বাবা সমেশ্বর দত্ত ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন এবং হকি খেলতেন। বাবার বদলির চাকরির জন্য ধ্যানচাঁদের পড়াশোনা বেশ বিঘ্নিত হয়। ক্লাস সিক্সের পরে ছেদ পড়ে ধ্যানচাঁদের পড়াশোনায়। সেনাবাহিনীতে কাজের দৌলতে এক ফালি জমি পেয়ে অবশেষে তাঁর বাবা থিতু হন মধ্যপ্রদেশের ঝাঁসিতে।

আশৈশব হকির প্রতি কোনও আকর্ষণ ছিল না ধ্যানচাঁদের। ভালবাসতেন কুস্তি। স্বপ্ন ছিল কুস্তিগীর হওয়ার। যদিও ছেলেবেলায় ধ্যানচাঁদের কোনও খেলার প্রতি গভীর আগ্রহ ছিল না। সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে উল্লেখ করার মতো হকি খেলেছেন বলে তার মনে হয়নি। ১৬ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীর দলে সুযোগ পান। ধীরে ধীরে হকির প্রতি ভালবাসা জন্মায়।  শোনা যায়, পেশাগত কাজ শেষ না হওয়া পর্যন্ত ধ্যানচাঁদ অনুশীলন শুরু করতেন না। সে সময় রাতে ফ্লাডলাইটের ব্যবস্থা ছিল না।ডিউটি শেষ হওয়ার পর ধ্যানচাঁদ অনুশীলন করতেন রাতে। অপেক্ষা করতেন কবে পূর্ণিমা ও শুক্লপক্ষ আসবে। চাঁদের আলোয় বেশিক্ষণ অনুশীলন করতে পারবেন। সেই থেকে তাঁর নাম হয় ধ্যানচাঁদ। তাঁর খেলায় বিস্মিত বিদেশি সংবাদমাধ্যম তাঁকে জাদুকর বলে অভিহিত করে।

বিশ্বের কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান বলেছিলেন, উনি যে গতিতে রান করেন, সেই একই গতিতে নাকি গোল করেন ধ্যানচাঁদ। ধ্যানচাঁদের খেলা দেখে হিটলার এতটাই আপ্লুত হয়েছিলেন যে তাঁকে জার্মানি নাগরিকত্বের প্রস্তাব দেন। পাশাপাশি জার্মান সেনাবাহিনীতে কর্নেলের পদও তাঁকে অফার করা হয়। বিশ্বের দরবারে বারবার চক দে ইন্ডিয়া বলেছিল তাঁর হাতের স্টিক। ১৯৪৮ সালে তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। আন্তর্জাতিক কেরিয়ারে তার গোলের সংখ্যা চারশোর বেশি। তাঁকে সম্মান জানিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তৈরি হয়েছে মূর্তি | চার হাতে চারটি হকি স্টিক ধরে আছেন ধ্যানচাঁদ।লন্ডনে টিউব স্টেশনগুলোর মধ্যে ৬ টি নামাঙ্কিত করা হয়েছে প্রখ্যাত হকিস্টদের নামে। তাঁদের মধ্যে আছেন তিনজন ভারতীয়- ধ্যানচাঁদ সিং, তাঁর ভাই রূপ সিং এবং লেসলি ক্লডিয়াস।

ধ্যানচঁদের আত্মজীবনীর নাম ‘গোল’। সেখানে তিনি লিখেছিলেন, ১৯৩২ সালের অলিম্পিকের ঠিক আগে দিল্লির মরি গেট মাঠে তাঁর নেতৃত্বাধীন ভারত নির্বাচিত দিল্লি একাদশের কাছে ১-৪ গোলে হেরে গিয়েছিল। ৪ বছর আগে একই দিল্লি একাদশকে তারা ০-১২ গোলে পরাজিত করেছিল। ধ্যানচাঁদ লিখেছিলেন, ‘… এই বিশেষ পরাজয়টি আমাকে চিন্তায় ফেলেছিল। প্রথমবার আমি অলিম্পিক দলের অধিনায়ক ছিলাম, আমার দায়িত্বে কি ভারত শিরোপা হারাবে?’

তবে শেষ বয়সে ধ্যানচাঁদ শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন। চিকিত্‍সক তখন তাঁকে জিজ্ঞাসা করেছিলেন ভারতীয় হকির ভবিষ্যত্‍ কী? ধ্যানচাঁদ বলেছিলেন, এই দেশে হকি শেষ। কারণ ছেলেরা শুধু খেতে চায়। কাজ করতে নয়। এরপরেই কোমায় চলে যান তিনি। দেশ ও দেশবাসীর প্রতি বীতশ্রদ্ধ হয়ে শেষ জীবনে ধ্যানচাঁদের শুধু আশঙ্কা ছিল, তাঁর পদকগুলো যেন ঘর থেকে চুরি না হয়ে যায়। কারণ এমনই তিক্ত অভিজ্ঞতাও হয়েছিল তাঁর।

হকির এই জাদুকরের জন্মদিন দেশ জুড়ে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস রূপে। এদিনই রাজীব খেলরত্ন, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার-এর মতো সম্মান প্রাপকদের হাতে তুলে দেন রাষ্ট্রপতি। কিন্তু প্রায় কপর্দকশূন্য অবস্থায় মৃত্যু হয়েছিল এই কিংবদন্তির। ভরসা বলতে ছিল সামান্য পেনশন। ক্রীড়া জগতে জীবনভর সম্মানের জন্য ২০০২ সাল থেকে দেওয়া হয় ধ্যানচাঁদ সম্মান। ২০১৪ সালে তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে সম্মানিত করার প্রস্তাব এসেছিল। জোরালো হয়েছিল দাবি। কিন্তু সে বছর ভারতরত্ন দেওয়া হয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার ও বিজ্ঞানী সি.এন.আর রাও-কে।

ধ্যানচাঁদ কে নিয়ে বলার মতো কথা হল, ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক্সে, মাঠে হাজির হয়েছিলেন স্বয়ং হিটলার। ধ্যানচাঁদের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন নাজি জার্মানির চ্যান্সেলর। সেই সময় বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল, তৎকালীন জার্মান স্বৈরশাসক নাকি ধ্যানচাঁদকে জার্মান নাগরিকত্ব দিতে চেয়েছিলেন। বলাই বাহুল্য মনে প্রাণে ভারতীয় ধ্যাননচাঁদ নাজি জার্মানির চ্যান্সেলর হিটলারের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
Previous Articleমেয়ো রোডের সভা মঞ্চ থেকে ইডি-সিবিআইকে একযোগে আক্রমণ মমতার
Next Article আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়
তপন মল্লিক চৌধুরী

Related Posts

July 17, 2025

বাঙালী মুসলিম মেয়েদের পোশাক ও প্রসাধনী

5 Mins Read
July 16, 2025

বাঙালী মুসলিম মেয়েদের পোশাক ও প্রসাধনী

5 Mins Read
July 14, 2025

জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্যে  

4 Mins Read
July 12, 2025

হারিয়ে যাওয়া স্মৃতি অথবা

4 Mins Read
View 2 Comments

2 Comments

  1. Tapas Majumdar on August 30, 2022 9:59 am

    তথ্য সমৃদ্ধ লেখা ।

    Reply
  2. somnath ghoshal on August 30, 2022 7:25 pm

    একটি অসামান্য ফিচার পাঠের অভিঙ্গতা হল। সেই সঙ্গে জানা হল অনেক অজানা কথা।

    Reply
Leave A Reply Cancel Reply

Archives

বাঙালী মুসলিম মেয়েদের পোশাক ও প্রসাধনী

July 17, 2025

বাঙালী মুসলিম মেয়েদের পোশাক ও প্রসাধনী

July 16, 2025

জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্যে  

July 14, 2025

হারিয়ে যাওয়া স্মৃতি অথবা

July 12, 2025

মানব ডিম্বানু-শুক্রানুতেও প্লাস্টিক

July 11, 2025

সাধু সঙ্গে মনবদল

July 8, 2025
  • Login
  • Register
Pages
  • Home
  • About us
  • Disclaimer
  • Terms and Conditions
  • Contact
Kolkata361°
Facebook X (Twitter) YouTube WhatsApp RSS
© 2025 by kolkata361.in

Type above and press Enter to search. Press Esc to cancel.

Sign In or Register

Welcome Back!

Login to your account below.

Lost password?