কলকাতা ব্যুরো: লক ডাউনের পর থেকেই ঘরবন্দি বাঙালি। বসন্ত গেল, গ্রীষ্ম পার হলো, পেরোলো বর্ষা। আসতে চললো পুজো। এই পুজোয় কি মিলবে ফের ঘোরার সাধ। এ যদি হয় আম বাঙালির মনের কথা, তবে গত ছয় মাসে বন্ধ থাকার কারণে সারা দেশের সঙ্গে মুখ থুবড়ে পড়েছে এ রাজ্যের পর্যটন শিল্পও।
অবশেষে একটু একটু করে আলোর শিখা দেখা যাচ্ছে। জুলাই থেকেই মোটের ওপর চালু হয়েছে ডুয়ার্স-র পর্যটন কেন্দ্রগুলো। হোটেল মালিক এবং ট্রাভেল এজেন্টদের সূত্রে জানা গিয়েছে, অল্প বিস্তর পর্যটক আসছেন ও সেখানে। স্বাস্থ্য বিধি মেনেই চলছে পর্যটন কেন্দ্রগুলো। সমস্যা হলো, সেখানে থাকা-খাওয়ার সমস্যা না-হলেও যেহেতু ট্রেন চলাচল এখনো শুরু হয়নি তাই যাতায়াতের ক্ষেত্রে রয়েছে সমস্যা।
অন্যদিকে, দার্জিলিং এবং কালিম্পঙ -র পর্যটন কেন্দ্রগুলো চালু করা নিয়ে আজই এক বৈঠক হওয়ার কথা। জানা গিয়েছে, সপ্তাহ খানেকের মধ্যেই এ বিষয়ে এক সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে জিটিএ।
দার্জিলিং বা ডুয়ার্সের অনেক পর্যটকই যান সিকিমে। সিকিম সরকার অবশ্য এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।