কলকাতা ব্যুরো: প্রথমদিকে দু’ একজন করে আক্রান্ত হলেও গত এক সপ্তাহে কালীঘাট মেট্রো স্টেশনে ডিউটি করা প্রায় ১০ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের জনা কয়েক ভর্তি রয়েছেন তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে। আর কেউ কেউ রয়েছেন কবি সুভাষের কোয়ারেন্টিন সেন্টারে। মূলত রবীন্দ্র সরোবর এবং কালীঘাট স্টেশনে কর্মরত তারা। কিন্তু কেন ওই স্টেশনেই আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়েই উঠেছে প্রশ্ন।
মেট্রোসূত্রে খবর, ওই স্টেশনে কর্মরতরা অধিকাংশই থাকেন টালিগঞ্জের আরপিএফ ব্যারাকে। তাদের সংখ্যা প্রায় ৫০-৬০ জন মতো। ওখানে কোনও একজনের প্রথমে করোনা ধরা পড়ে। কিন্তু তার উপসর্গ না থাকার ফলে প্রথমদিকে তিনি অনেকের সঙ্গে মেলামেশা করায় তা ছড়িয়ে পড়ে। কর্মীদের অভিযোগ, এতজন ওই ব্যারাকে থাকা আরপিএফ আক্রান্ত হলেও ঠিক করে স্যানিটাইজ করা হচ্ছে না ব্যারাক। তাই কমানোও যাচ্ছে না সংক্রমণ। আর সেটাই আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে। কালীঘাটে ডিউটি করতে গিয়ে ওই ব্যারাকে থাকেন না এমন চারজন আক্রান্ত হয়েছেন। তাই তারা ভয় পাচ্ছেন।
গোটা দেশে এক হাজারেরও বেশি আরপিএফ আক্রান্ত হয়েছেন। পাঁচ জন মারা গিয়েছেন। এখনও ৪২৭ জন পজিটিভ রয়েছেন।