কলকাতা ব্যুরো: রাজ্যে সংক্রমণ যেন তেজি ঘোড়া। লাফিয়ে চলে। একলাফে একেবারে তিন হাজারের ঘরের দরজায় আজ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৫৪। মোট আক্রান্তের সংখ্যা এখন “লক্ষ” পূরণের পথে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে মোট সংক্রামিত এখন ৮৬,৭৫৪। দৈনিক মৃত্যুর সংখ্যা বুধবারের চেয়ে কম। কিন্তু খুব কম নয়। সংখ্যাটা ৫০-এর ওপরেই। আজ মারা গিয়েছেন ৫৬ জন। কিন্তু একা কলকাতাই মৃত্যুতে প্রায় অর্ধেক নিয়ে নিয়েছে। ২৪ ঘণ্টায় কলকাতায় করোনার বলি হয়েছেন ২৭ জন। এটাই এখনও পর্যন্ত রেকর্ড।
তবে কলকাতায় সংক্রমণ আজ কিছুটা কম। স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় আরও ৬৮০ জন সংক্রামিতের খোঁজ মিলেছে। ফলে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা উঠে গিয়েছে ২৫ হাজারের ওপর। ২৫,৮৮২। উত্তর ২৪ পরগনায় আজ আক্রান্ত ৬০১ জন। মৃত্যু ১৪ জনের। করোনা টেস্টের সংখ্যা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে। আজ টেস্ট হয়েছে ২৫,২২৪ জনের। যত জনের টেস্ট হয়েছে, তাঁদের মধ্যে করোনা পজিটিভের হার ৮.৪৪।
সুস্থতার হার গত কয়েকদিনের মতো আজকেও ৭০ শতাংশের ওপর। আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,০৬১ জন। ফলে রাজ্যে এখন মোট করোনা মুক্ত ৬১,০২৩ জন। ২৩,৮২৯ জন চিকিৎসাধীন।