কলকাতা ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ দায়ের হলো থানায়। প্রায় আড়াই বছর ধরে ছাত্রীটির সঙ্গে গোপনে মেলামেশার পর এখন তাঁকে এড়িয়ে যাচ্ছেন বলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিয়ের ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ওই তরুণীর।
যাদবপুর থেকে পড়া শেষ করে এখন ওই তরুণী অন্য একটি বিশ্ববিদ্যালয়ে এম ফিল করছেন। ২০১৮ সাল নাগাদ যাদবপুরে পড়ার সময়েই ওই শিক্ষকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। আদতে বীরভূমের বাসিন্দা ছাত্রীটি এখন যাদবপুর এলাকাতেই থাকেন। কিন্তু এ বছর মার্চ থেকে ওই শিক্ষক তাঁর সঙ্গে সব রকম যোগাযোগ ছিন্ন করেন। তাঁর থেকে প্রতারিত হয়েছেন মনে করে এদিন যাদবপুর থানায় এফআইআর করেন তরুণী।
এমনিতেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-কবির ছাত্রী সংসর্গ নিয়ে অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে আলোচনা চলছে। নানা মহলে তা নিয়ে নানান আলোচনা-সমালোচনার মধ্যে এবার যাদবপুরের শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগে অস্বস্তি বাড়ছে।