কলকাতা ব্যুরো: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল হেলথ মিশন চালু করলেন। এইদিনেই করোনা সংক্রমণ দেশে ২৫ লক্ষের সীমা পার করে গেল। দৈনিক সংক্রমণে আজ রেকর্ড হল দেশে। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৫,০০২জন।
মোট আক্রান্তের সংখ্যা এর ফলে হল ২৫,২৬১৯৩। মৃত্যুর সংখ্যাও বেশিই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৯৬ জনের। ফলে দেশে মোট মৃত্যু পৌঁছে গেল প্রায় ৫০ হাজারে। সংখ্যাটা এখন ৪৯,০৩৬।