কলকাতা ব্যুরো: বড় নাছোড় এই করোনা ভাইরাসটা।
একে তো যেতেই চাইছে না।
তার মধ্যে মানবজাতির জন্য নতুন বিপদবার্তা দিচ্ছে ভাইরাসটা।
প্রতিষেধক টিকা যখন প্রায় হাতের মুঠোয় বলে মনে হচ্ছে, তখন জানা গেল এই ভাইরাসটির শক্তি আরও ১০ গুণ হতে পারে।
প্রথম থেকেই ঘনঘন চরিত্র বদলে বিজ্ঞানীদের ব্যতিব্যস্ত রাখছে এই ভাইরাস।
এবার মালয়েশিয়ায় এই ভাইরাসের এমন এক স্ট্রেনের সন্ধান মিলেছে, যেটা কিনা ১০ গুণ বেশি সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে।
তাহলে এই যে সব টিকা তৈরি হচ্ছে, তাদের দিয়ে আর লাভ হবে না বলে বলতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মালয়েশিয়ায় যাঁর দেহে ওই ১০ গুণ বেশি সংক্রমণ ছড়ানোর ক্ষমতাযুক্ত ভাইরাস ধরা পড়েছে, তিনি ভারত থেকে ফিরে সংক্রমণ ছড়ান বলে জানা গিয়েছে।
ফলে ভাইরাসটির এই শক্তিশালী স্ট্রেন ভারতেও আছে বলে মনে করা হচ্ছে।
মালয়েশিয়ার পাশাপাশি ফিলিপিন্সেও এই স্ট্রেনটির হদিস মিলেছে।
মালয়েশিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নূর হিসাম আবদুল্লাহর বক্তব্য, এর ফলে যে ভ্যাকসিনগুলি তৈরির প্রক্রিয়া চলছে, সেগুলির কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকছে।
তাঁর বক্তব্য, এই স্ট্রেনটি সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞান এখনও সীমিত। সেটাই ভয়ের কারণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, এই স্ট্রেন সত্যিই ভয়াবহ হলে আবিষ্কারের পথে যে টিকাগুলি আছে, সেগুলির আর কোন মানে থাকবে না।
সত্যিই করোনা একেবারে নাকানি-চোবানি খাওয়াচ্ছে পৃথিবীকে।
Previous Articleবিশ্বভারতীর মাঠে পাঁচিল দুরস্ত
Next Article পন্ডিত যশরাজ
Related Posts
Add A Comment