কলকাতা ব্যুরো: সংক্রমণ স্থিতিশীল রাজ্যে। দৈনিক মৃত্যুও বেশ খানিকটা কমেছে। কিন্তু মৃত্যুর পরিসংখ্যানে কলকাতা অত্যন্ত উদ্বেগজনক অবস্থানে আজ।
সংক্রমণ গত কয়েকদিনের তুলনায় বেশ খানিকটা কমে গেলেও কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। সেই তুলনায় উত্তর ২৪ পরগনার দৈনিক মৃত্যুচিত্র আজ অনেক ভালো। গত ২৪ ঘণ্টায় কলকাতা লাগোয়া এই জেলায় মৃত্যু হয়েছে মাত্র ৪ জনের। এই জেলায় এই প্রথম শুধু ১০ নয়, ৫-এর নীচে নেমে এল দৈনিক মৃত্যু।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪৫, এই পরিসংখ্যানটাও গত কয়েকদিনের চেয়ে অনেক কম। ৫০-এর নীচে নেমে গিয়েছে দৈনিক মৃত্যু। দৈনিক সংক্রমণ অবশ্য নামেনি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৩,০৮০। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ওই সংখ্যা যথাক্রমে ৫৪৮ ও ৫৭১। বরং কলকাতার চেয়ে উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেশি।
রাজ্যে আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,১৯,৫৭৮। রাজ্যে এপর্যন্ত সুস্থ হয়েছেন ৮৯,৭০৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ২,৯৩২। সুস্থতার হার আরও বেড়ে হল ৭৫.০২। রাজ্যে এখনও করোনা পজিটিভ আছেন ২৭,৪০২ জন। যদিও এই পরিসংখ্যান অনেকটাই নির্ভর করে করোনা টেস্টের বাড়া, কমার ওপর। আজ রাজ্যে কিছুটা কম টেস্ট হয়েছে। আজ টেস্টের সংখ্যা ৩২,৩১৯।
Previous Articleবাড়ি ফিরলেন সেলিম
Next Article বৃদ্ধ জন্মদিন, তাই গিয়েছে আবেগ!
Related Posts
Add A Comment