কলকাতা ব্যুরো: যতই করোনা পরিস্থিতি স্থিতিশীল বলা হোক না কেন, খুব ধীরে হলেও বাংলায় করোনায় মৃত্যু ৫ হাজার পার হয়ে গেল। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫,০১৭।
গত ২৪ ঘণ্টায় রাজ্য হারালো ৫৯ জনকে। গত ছয় সপ্তাহের প্রবণতা অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কলকাতা হারিয়েছে ১১ জনকে, উত্তর ২৪ পরগনায় ১৫ জন। এই দুই জেলায় করোনা সংক্রমণেও কোন রাশ নেই। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৬৬৯ ও ৬৪৬ জন। সংক্রমণ মুক্তের সংখ্যাও কিন্তু স্বস্তিদায়ক নয়। এই দুই জেলায় সংক্রমণ মুক্তের সংখ্যা যথাক্রমে ৫৫৫ ও ৫৯০।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,২৭৫ জন। আর এই সময়ে সুস্থ হয়েছেন ২,৯৯৬ জন। আগের দিনের কাছাকাছি দুটো পরিসংখ্যানই। অথচ সুস্থতার হার বেড়ে ৮৭.৮৭। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়, পশ্চিম মেদিনীপুরে ৫, দক্ষিণ ২৪ পরগনায় ৫ ও নদিয়ায় ৫ জন। পশ্চিম বর্ধমানে মৃতের সংখ্যা ২। ১ জন করে মৃত্যু হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। হাওড়ায় এই ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৫, সুস্থ ২০৩।
পশ্চিম মেদিনীপুরে ওই দুই পরিসংখ্যান যথাক্রমে ১১৮ ও ১১৫, দক্ষিণ ২৪ পরগনায় ২৩১ ও ১৮৯ এবং নদিয়ায় ১২৭ ও ১০৮ জন।