কলকাতা ব্যুরো: আমাদের রাজ্যে মোট আক্রান্ত ১,৩৮,৮৭০। রবিবার পর্যন্ত সংক্রমণ মুক্তের মোট সংখ্যা ১,০৮,০০৭। অর্থাৎ সমস্যায় আছেন ৩০ হাজারেরও কম। রাজ্যের জনসংখ্যার তুলনায় সংখ্যাটা খুবই কম। সুস্থতার হার ৭৭.৭৮। কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে কোথায়?
সামান্য হলেও যে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩,২৭৪। শনিবারের চেয়ে সামান্য বেশি। সুস্থও হয়েছেন এই সময়ে ৩ হাজারের বেশি। সংখ্যাটা ৩,০৪৮। কলকাতায় সংক্রমণ, মৃত্যু, দুটোতেই লাগাম দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৫৬৩, সুস্থ ৫৭৫, মৃত ৮। হাওড়ায় এই একই সময়ে আক্রান্ত ১৫৯, সুস্থ ১৭৭। তুলনায় মৃতের সংখ্যা বেশি। ৫ জন।
হুগলিতেও দুদিন ধরে মৃত্যুটা বেশি। গত ২৪ ঘণ্টায় ৬ জন। আক্রান্ত ১৮০ জন, সুস্থ ১৬১। পূর্ব মেদিনীপুরে সংক্রমণ আবার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৫, সুস্থ ১১৯, মৃত ৩। তবে উত্তর ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জেলাগুলি বিপরীত মুখে হাঁটছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৬৯৬, সুস্থ ৫৭৫ আর মৃত্যু একলাফে ১৮ জন। এই টানাপোড়েনে রাজ্যের সামগ্রিক গ্রাফ ওপর দিকেই চলেছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট মৃতের সংখ্যা ৫৭।
মোট মৃতের পরিসংখ্যান দাঁড়ালো ২,৭৯৪। এই সংখ্যাটা শ্লথগতিতেও হলেও ৩ হাজার ছুঁতে চলেছে। রাজ্যে আজ করোনা পরীক্ষা হয়েছে ৩৭,১৪৯ জনের। ফলে মোট টেস্টের সংখ্যা আজ পর্যন্ত হয়ে গেল ১৫,৬১,৩১১। প্রতি একশো টেস্টে সংক্রমণ ৮.৮৯ জনের।
Previous Articleউত্তর সিকিমের ডায়েরি-২
Next Article সংক্রমণ কম, উত্তরে চিন্তা মৃত্যু
Related Posts
Add A Comment