কলকাতা ব্যুরো: বৃহস্পতিবারের চেয়ে সামান্য কম, কিন্তু দৈনিক সংক্রমণে আজও বিশ্বে শীর্ষস্থানে ভারত। মোট সংক্রমণ ছাড়ালো ২৯ লক্ষ। সুস্থ হওয়ার সংখ্যা আক্রান্তের সংখ্যার কাছাকাছি। কিন্তু সংক্রমণের গতি কমার কোন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৬৮,৬৯৮ জন। বৃহস্পতিবার সংখ্যাটা ৭০ হাজারের কাছাকাছি ছিল। দেশে এর ফলে আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৯,০৫,৮২৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯৮৩ জনের। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ৫৪,৮৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬২,২৮৩। ফলে দেশে এখন মোট সংক্রমণ মুক্তের সংখ্যা ২১,৫৮,৯৮৯ ।