কলকাতা ব্যুরো: ফের বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি নামতে চলেছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের জন্য এই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপের জেরে গত কযেকদিন ধরেই চলছে বৃষ্টি। জোড়া নিম্নচাপের জেরে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলার কথা।
গত তিনদিন ধরেই অবশ্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চলেছে বৃষ্টি। কখনো তার তীব্রতা ছিল খানিক কম। কখনো আকাশ কালো করে বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালেও। বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হতে শুরু করেছে শহর এবং শহরতলির বেশ কিছু এলাকা।