কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে যাওয়া পাটনার পুলিশ সুপার বিনয় তেওয়ারিকে কোয়ারিনটিন থেকে অব্যাহতি দেওয়ার জন্য গ্রেটার মুম্বাই পুরসভাকে চিঠি দিলো বিহার পুলিশ। পাটনা রেঞ্জের আইজি সঞ্জয় সিং সেই চিঠি দিয়ে বিনয়কে অব্যাহতি দেওয়ার আবেদন করে বলেছেন, তিনি কোয়ারিনটিন থাকায় সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্ত বিঘ্নিত হচ্ছে।
এর আগে মুম্বাই পুরসভা পুলিশ সুপারের কোয়ারিনটিন প্রসঙ্গে বিবৃতি দিয়ে জানিয়েছিল, আগে ছাড়া পাওয়ার জন্য পুরসভার কাছে লিখিত আবেদন করার সুযোগ আছে।
Previous Articleটিকটকে কড়া ট্রাম্প
Next Article কোমর্বিডিটিতে অবনতি শ্যামল চক্রবর্তীর
Related Posts
Add A Comment