কলকাতা ব্যুরো: বিহারের বন্যা পরিস্থিতি ভয়াবহ। ৫৫ লক্ষেরও বেশি মানুষ বানভাসি। ১১টি জেলা বন্যাকবলিত। সবচেয়ে খারাপ অবস্থা দ্বারভাঙ্গা জেলার। এই জেলার ১৯৬টি গ্রাম পঞ্চায়েত এখন জলের তলায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৩টি দলকে উদ্ধার কার্যে নামানো হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত ৪ লক্ষ ১৮ হাজার বন্যাদুর্গতকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে। ১,৩৫৮টি কমিউনিটি কিচেন থেকে রোজ ৯ লক্ষ মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। প্রায় সমস্ত নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।