কলকাতা ব্যুরো: মামলার তদন্তে পারদর্শীতা দেখানোয় রাজ্যের সাত পুলিশকর্মীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। সারা দেশ থেকে ৬৪ জন পুলিশ অফিসারকে এই পদক দেওয়ার জন্য বাছা হয়েছে।
এই পদকের জন্য রাজ্য গুলির কাছেই ভালো পারফরম্যান্স দেখাতে পেরেছেন এমন তদন্তকারী অফিসারদের নাম চাওয়া হয়। সেখান থেকে বাছাই করে সাতজনকে পদক পাওয়ার জন্য চিহ্নিত করেছে কেন্দ্র।