কলকাতা ব্যুরো: কেন্দ্রীয় সরকার ১৫ অক্টোবর থেকে দেশে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার ব্যাপারে নির্দেশ দিলেও, রাজ্য সরকার বৃহস্পতিবার থেকেই সেই অনুমোদন দিয়ে দিয়েছে। আর রাজ্যের এই সিদ্ধান্তের প্রতিবাদে ফেসবুকে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বাবুল তার ফেসবুক পোস্টে বলেছেন, এই মুহূর্তে রাজ্যে সিনেমা হল খুলে দেওয়া হলে করোনা সংক্রমনের আশঙ্কা বা বিপদ আরো বাড়তে পারে। কেন্দ্রীয় সরকার এখনই সিনেমা হল খোলা অনুমতি দেয়নি। কেন্দ্রের সিদ্ধান্তের উল্টো পথে হেঁটে রাজ্য কেন এখনই সিনেমা হল খুলে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাবুল। একইসঙ্গে রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে নাগরিকদের হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
রাজ্য ১ অক্টোবর থেকে সিনেমা হল, থিয়েটার বা নাটকের হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও, বাস্তবে তাতে খুব বেশি কাজ হয়নি। বৃহস্পতিবার প্রথম দিনে প্রায় কোন ও হলই সেভাবে খোলেনি। যে কটা হল খুলে ছিল, তাও সংস্কার ও স্যানিটেশন এর জন্য খোলা হয়। হল মালিকদের বক্তব্য, একদিকে এখন কোন ছবি নেই। অন্যদিকে অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল খুললে তাতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হতে পারে। তাই তারা আপাতত আরো কিছুদিন দেখে নিযে হল খুলতে চাইছেন।