কলকাতা ব্যুরো: চুরির অভিযোগে ফুটপাথবাসী দুই মহিলাকে গ্রেপ্তার করলো গরফা থানার পুলিশ। ধৃত ইন্দ্র দাস ওরফে টুম্পা দাস এবং লালি দাস দুজনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার তাঁতিগেরিয়া গ্রামে। থাকেন বালিগঞ্জ স্টেশনের কাছে ফুটপাথে। তাদের কাছ থেকে ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন, তিনটি এটিএম কার্ড এবং একটি ওয়ালেট উদ্ধার করা হয় যার মধ্যে ছিলো ৯০০ টাকা।
আজ তাদের আলিপুর এসিজেএম আদালতে উপস্থিত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।