কলকাতা ব্যুরো: আজ সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সর্তকতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।
বুধবারও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ২০০ মিলিমিটার বৃষ্টিপাতের সতর্কতা পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান,বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরেই এই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতায় মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ৩২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৮ শতাংশ।।