কলকাতা ব্যুরো : অর্জুন পুরস্কারের জন্য ২৯ ক্রীড়াবিদদের নাম মনোনিত হয়েছে। নয়াদিল্লিতে বাছাই কমিটির বৈঠকের পর এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পি টি এই। তালিকায় রয়েছেন ক্রিকেটের ইশান্ত শর্মা, মহিলা হকি দলের সদস্য দীপিকা ঠাকুর, তীরন্দাজ বিভাগের অতনু দাস, টেনিস খেলোয়াড় দ্বিজ সরণ, ক্রিকেটার দীপক হুদা প্রমুখ।
জানা গেছে আলোচনায় ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর সাক্ষী মালিক এবং ভরত্তলনে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাই চানুর নাম আছে। তবে এরা এখনও কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত পায় নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর ওপর ছেড়ে দেওয়া হয়েছে।