কলকাতা ব্যুরো: নারকটিকস কন্ট্রোল ব্যুরো মুম্বাই অফিসে গত দিন দশেকের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে দিল্লি থেকে মুম্বাই পৌছলেন ডিরেক্টর জেনারেল রাকেশ আস্তানা। গত কয়েকদিন ধরে এনসিবি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উদঘাটন করতে গিয়ে যতটা কাজে গিয়েছে তা নিয়ে তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলতে এবং প্রয়োজনীয় নির্দেশ দিতে রবিবার ডিজি, এনসিবি মুম্বাইয়ে আসেন। তার সঙ্গে ছিলেন এনসিবির আরো কয়েকজন শীর্ষকর্তা।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত করতে গিয়ে এনসিবি গত কয়েকদিনে যা করেছে, তাতে গোটা বলিউড কার্যত আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছে। একসঙ্গে এত সেলেব কোন ও তদন্তকারী সংস্থার সামনে এর আগে দাঁড়িয়েছেন কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সালমান খানের চিঙ্গারা শিকার বা সঞ্জয় দত্তের এ কে ৪৭ রাখার মতো ঘটনা সে সময় যথেষ্ট সাড়া ফেলেছিল।
কিন্তু এত নামি দামি র যুক্ত থাকার মতো সে সব ঘটনা ছিল না। কারা মাদক নেন, আর নেন না, সে ব্যাপারে তদন্ত করতে গিয়ে কাকে ডেকে পাঠায় এন সি বি তা নিয়েই প্রচুর জল্পনা ও আতঙ্ক তৈরি হয়ে গেছে। এরই মধ্যে করন জোহরের ঘনিষ্ঠ প্রযোজনা সংস্থার কর্তাকে গ্রেপ্তার আরো বেশি করে বলিউডের আতঙ্ক তৈরি হয়েছে।
Previous Articleউত্তরে কোচবিহারে করোনা মাথাব্যাথা
Next Article কৃষি বিল বিরোধী মিছিলে প্রকাশ্যে তৃণমূলের কাজিয়া
Related Posts
Add A Comment