কলকাতা ব্যুরো: কেন্দ্রের কৃষি বিলের বিরোধীতায় রবিবার দুটি মিছিল অনুষ্ঠিত হলো হাওড়ায়। আর ওই দুই মিছিলকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। একটি মিছিল ছিল হাওড়া ময়দান থেকে দাস পাড়া পর্যন্ত। অন্যটি মন্দিরতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত। একটি অনুষ্ঠিত হলো রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং লাক্ষীরতন শুক্লার নেতৃত্বে, অন্যটি রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে। রাজীব শিবিরের বক্তব্য, অরূপ রায়কেও লিখিত আমন্ত্রণ জানানো হয়ওছিলো। কিন্তু উনি আসেননি। অরূপের বক্তব্য, অন্য কোনো মিছিলে যাওয়ার কথা তাকে কেউ বলেননি। এটা মধ্য হাওড়ার মিছিল। এরূপ রায় রাজীবের উদ্দেশে বলেন, ও তো দুদিনের রাজনীতিবিদ। ওকে নিয়ে আমার কিছু বলার নেই। অস্বস্তি এড়াতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, দুটোই তো দলের মিছিল। এতে অসুবিধা কোথায় ?
Previous Articleরাকেশ আস্থানা মুম্বাইয়ে
Next Article আজকের সোনা – রুপোর দর
Related Posts
Add A Comment