সারা দেশে অভিন্ন শিক্ষানীতি চালু ও এক সিলেবাসের ব্যবস্থায় দায়ের করা জনস্বার্থ মামলা শুনলো না সুপ্রিম কোর্ট। ৬-১৪ বছরের পড়ুয়াদের জন্য এই ব্যবস্থা চালুর দাবিতে মামলা হয় শীর্ষ আদালতে।
কলকাতা ব্যুরো: এমনিতেই বইয়ের ভারি ব্যাগ বইতে গিয়ে হিমশিম খাচ্ছে বাচ্চারা। তার উপর আরও কিছু বইয়ের ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না সুপ্রিম কোর্ট। বক্তা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। দেশে অভিন্ন শিক্ষানীতি চালু ও এক সিলেবাসের ব্যাবস্থায় দায়ের করা জনস্বার্থ মামলার শুনানির আবেদন খারিজ করে শুক্রবার সুপ্রিম কোর্ট। ৬-১৪ বছরের পড়ুয়াদের জন্য এই ব্যবস্থা চালুর দাবিতে মামলা হয় শীর্ষ আদালতে।
ডিভিশন বেঞ্চের বক্তব্য, এটা নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন। কোর্ট এখানে ঢুকবে না। আইসিএসসি ও সিবিএসসি বোর্ডকে একসাথে জুড়ে একটি বোর্ডের মাধ্যমে অভিন্ন শিক্ষানীতি চালুর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেন এক বিজেপি নেতা। তার পরিপ্রেক্ষিতেই এ দিন আদালত শুনানি খারিজ করলেও মামলাকারীকে সংশ্লিষ্ট জায়গায় দরবার করার অনুমতি দিয়েছে।