কলকাতা ব্যুরো : (প্রতীকী ছবি) টানা ছয় মাস মহিলার পায়ে লোহার শিকল পড়ানো ছিল। একটি ছোটো ঘরে আটক রেখে নিয়মিত মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘরে পাখা পর্যন্ত নেই। শৌচাগারেও যেতে দেওয়া হতো না তাকে। দিল্লির ত্রিলকপুরী থেকে তাঁকে উদ্ধার করলেন মহিলা কমিশনের সদস্যরা।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দিল্লি মহিলা পঞ্চায়েত থেকে দিল্লি মহিলা কমিশনকে এই বিষয় খবর দেওয়া হয়। মহিলা কমিশনের সদস্যরা খবর পাবার পর কমিশনের চেয়ার পারসন স্বাতী মালিওয়ালকে নিয়ে সেই বাড়িতে যান। দেখেন মহিলা মেঝেতে পরে আছেন। পায়ে শেকল পড়ানো। ঘরে দুর্গন্ধ।
মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করেন মহিলা কমিশনের সদস্যরা। মহিলা তাদের জানান ১১ বছর তাঁর বিয়ে হয়েছে। তিন সন্তানও আছে। তাঁর সন্তানরাও জানায় মাকে বেধরক মারধর করা হত। মহিলার স্বামীর বিরুদ্ধে এফআইআর করা হয়। তবে কি কারণে স্বামী তাকে মারধর করতো তা জানার চেষ্টা করছে কমিশন।