কলকাতা ব্যুরো: রাশ পরেছে বলা যাবে না মোটেও, তবে রাজ্যে সংক্রমণ স্থিতিশীল।
মঙ্গলবার করোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান সোমবারের মতোই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৯৩১ জন। এর ফলে সংক্রমণে লক্ষের গন্ডি পার করে গেল পশ্চিমবঙ্গ। আজ পর্যন্ত আক্রান্ত ১,০১,৩৯০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৪৯। মৃত্যুর সংখ্যা সামান্য হলেও ঊর্ধমুখী।
রাজ্যের এই খানিকটা স্থিতিশীল অবস্থার একেবারে বিপরীত চিত্র কলকাতায়। রাজ্যের রাজধানী শহরে আজ করোনা আক্রান্ত আবার ৭০০ পার করল। একদিনে আক্রান্ত ৭১১, মৃত ১৮। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৬৪৩। মৃত্যু হয়েছে ৯ জনের। লক্ষ্যনীয় হল, আজ মুর্শিদাবাদেও ৫ জন করোনার বলি হলেন। অথচ একদিনে আক্রান্ত ৬২ জন। মৃত্যুর এই হার মুর্শিদাবাদের জন্য উদ্বেগজনক। রাজ্যে করোনা টেস্ট আরও বেড়াতে। আজ টেস্ট হয়েছে ২৭,০১৫ জনের।