কলকাতা ব্যুরো: রাজ্যে দলীয় কর্মীদের হত্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালো বিজেপি। দলের সাংসদ সৌমিত্র খান এবং নিশীথ প্রামানিক শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। চিঠি দিয়ে এ ব্যাপারে নিজেদের বক্তব্য তাঁরা জানা মন্ত্রীকে। সাংসদ সৌমিত্র খান বলেন, রাজ্যে একের পর এক বিজেপি নেতা ও কর্মীদের হত্যা করা হচ্ছে। দক্ষিণ ২৪পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দুজন দলীয় নেতাকে হত্যা করা হয়েছে। ঘটনাগুলোর পিছনে পুলিশের প্রত্যক্ষ মদত রয়েছে বলেও অভিযোগ তাঁদের।