কলকাতা ব্যুরো: শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর সমপ্রসারণের জন্য ১০৪ চার একর জমি বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দিল রাজ্য সরকার। এই জমির জন্য বেশ কিছুদিন আগেই ২৫ কোটি টাকা বরাদ্দ করেছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন একটি চা বাগানের ওই জমি লিজের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের হাতে এবার তুলে দেওয়া হল বলে নবান্ন সূত্রে খবর। দীর্ঘদিন ধরেই জমির জন্য দরবার করছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। গত ২৮ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই বিমানবন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য জমি হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত হয়।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই জমি হাতে পাওয়ার দু’বছরের মধ্যে সেখানে পরিকাঠামো তৈরি করে ফেলা হবে। আগামী দিনে কলকাতার সঙ্গেই বাগডোগরা বিমানবন্দর এর গুরুত্ব আরো বাড়বে। এখনকার থেকেও বেশি বিমান সেখানে ওঠানামা করবে বলে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
Previous Articleদীঘায় সৌর বিদ্যুৎ উদ্যানের শিলান্যাস বিদ্যুৎ মন্ত্রীর
Next Article পুজোয় পুলিশকে বাস না নিতে অনুরোধ
Related Posts
Add A Comment