কলকাতা ব্যুরো: রাত পোহালেই তার ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। তার কয়েক ঘণ্টা আগে ক্রিকেট মাঠে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। বরাবরই বাংলার রাজনীতিতে বর্ণময় চরিত্র মদন মিত্র। তার এলাকায় শনিবার নির্বাচনের জন্য বৃহস্পতিবার শেষ হয়ে গিয়েছে প্রচার। কিন্তু এদিন মদনকে দেখা গেল, কোন একটি মাঠের মধ্যে একদল কচি-কাঁচার সঙ্গে ক্রিকেট ব্যাট হাতে।
সেখানে দলীয় সমর্থক বলতে যা বোঝায় তাদের তেমন দেখা না গেলেও, ছিলেন তার নিরাপত্তাকর্মীরাই। তারাই ছোটদের সঙ্গে ব্যাটসম্যান মদনের পিছনে কেউ উইকেট কিপিং করলেন, কেউবা গালিতে ফিল্ডিং করলেন। আর সেই ক্রিকেট খেলা ফেসবুক লাইভ হলো মদনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এই এলাকা কোথায় তা অবশ্য ফেসবুকে কিছু বলা হয়নি।
যদি এটি তার কামারহাটি বিধানসভার অন্তর্গত হয়, সে ক্ষেত্রে প্রশ্ন, প্রার্থী এটা করতে পারেন কিনা। যদিও এ ব্যাপারে কোনো অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে বলেও খবর নেই। যেভাবে মাঠের মধ্যে মদন মিত্রকে দেখা গিয়েছে ব্যাট হাতে, তাতে সরাসরি প্রচার এর নাম গন্ধ ছিল না। কিন্তু তার সেই ফেসবুক লাইভ প্রথম এক ঘণ্টাতেই দেখে ফেলেছেন প্রায় তিন হাজার মানুষ। প্রায় সাড়ে তিনশো জন সেই ফেসবুক লাইভ শেয়ার করে ফেলেছেন।
এই তথ্য থেকে একটি বিষয় পরিষ্কার, সরাসরি ভোটের প্রচার না হলেও, প্রচার কিন্তু চলছেই। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এখানে কেউ কমিশনে অভিযোগ কিছু করেননি। আর একটা ফাঁকা মাঠের মধ্যে কিছু বাচ্চা ছেলের সঙ্গে খেলছেন এক প্রার্থী। এটার মধ্যে আইনভঙ্গের কিছু সাদা চোখে ধরা পড়ছে না। ফলে সবসময় খবরে থাকতে পছন্দ করা মদন মিত্র, তার ভাগ্য নির্ধারণের আগের দিন থেকে গেলেন প্রচারেই।
কেউ কেউ বলছেন, ভোটের চাপ কমাতে আগের দিন খেলেই টেনশন ফ্রি থাকেন ভবানীপুরের দাদা।