Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108
কাল ছুটি কাটানোর পর আজ আবার অস্থিরতা দিয়েই দিনের শুরু করে শেয়ার বাজার দুই সূচক। সোমবারে ১৭ ,৭৫৯ তে বন্ধ হলেও আজ গপ্ ডাউনে শুরু করে নিফটি পরে শুরু ফেলে আশা ব্যবধাননকে পূরণ করতে আবার ২১৬ গেলেও পয়েন্ট নিচে ১৭৫৪২ এর ঘরেই বন্ধ হয় নিফটি। একই ভাবে গত দিনের ১৫৬৪ পয়েন্ট বাড়লেও আজ আবার ৭৭০ পয়েন্ট নিচে নেমে ৫৮৭৬৬ র ঘরেই বন্ধ হয় বি আসি ই সেনসেক্স।
নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচক প্রতিটি ০ .১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া নিফটি অটো বেড়েছে ০.৩৭ শতাংশ। বাকি সব ক্ষত্রই ক্ষতি তে বন্ধ হয় আজ। ইন্ডিয়া ভিক্সও আজ ৬.৩ শতাংশ পুনরায় বেড়ে দাঁড়ায় ১৯.৮৭ শতাংশে।
তবে নিফটির চার্টকে পর্যালোচনা করলে এককথায় দিনের পুরো মূল্য পরিসীমা মঙ্গলবারের সীমার মধ্যে সীমাবদ্ধ ১৭ ,৭৭৭ এবং ১৭ ,৪০১ এর মধ্যে। দিনের চার্টে বুলিশ ক্যান্ডেল থাকলেও সূচকটিকে ৩০ আগস্টের ১৭ ,৪০১ এবং ১৭ ,৩৮০ এর বুলিশ গ্যাপ জোন রক্ষা করতে হবে , ক্লোজিং ভিত্তিতে ১৭ ,৩৮০ এর লঙ্ঘন দুর্বলতা সৃষ্টি করতে পারে এবং সূচকটি ১৭ ,১৬৬ -এর সাম্প্রতিক সর্বনিম্নে পিছলে যেতে পারে। অন্য দিকে অপসন তথ্য দেখলে বোঝা যাবে যে উচ্চতর অস্থিরতার কারণে নিফটি ১ ৭ ,২০০ -১৭ ,৮০০ এর তাৎক্ষণিক ট্রেডিং রেঞ্জ দেখতে পারে।
ইন্টরা ডে ট্রেডিংয়ের জন্য পাঁচ মিনিটের চার্টে কে বিশ্লেষণ করলে স্পষ্ট যে সূচক ১৭৭০০ র কাছে রয়েছে আজকের প্রতিরোধ এলাকা যেখান থেকে এসে ১৭৫৭১ র কাছে সামান্য সমর্থন নিয়ে দিনের সর্ব নিমহ্ণ ১৭৪৬৭ যায়। শেষের দিকে আবার উপরে উঠে অর্থাৎ কাল ১৭৫৭১ কে ব্র্যাক আপ দিলে ১৭৫৮০ উপরে কোনো গ্রীন ক্যান্ডেল এলে ট্রেডিং সেটআপ এ লক্ষ হবে সেই ১৭৭০০ বা ১৭৮০০।
নিফটি ব্যাংকে আজ নিফটির মতনই নেতিবাচক ভাবেই শুরু করে দিন। ৩৮ ,৮০৭ দিয়ে দিনের শুরু হলেও অস্থির স্বয়ংস পরে বেড়ে দাঁড়ায় ৩৯ ,৩০১ যা সোমবারের ২৩৫ পয়েন্ট কম। তবে প্রতিদিনের চার্টে তৈরী হয় বুলিশ ক্যান্ডেল তবে বুলিশ হলেও কালকের ক্ষত্রে ৩৯ ,৭৫০ এবং ৪০ ,০০০ এর দিকে যাওয়ার জন্য এটিকে ৩৯ ,২৫০ এর উপরে ধরে রাখতে হবে, যখন সমর্থনগুলি ৩৯ ,০০০ এবং ৩৮ ,৮৮৮ এ রয়েছে।
ইতিবাচক সেটআপ রয়েছে আই সি এই সি আই পোডেন্সিয়াল বর্তমান বাজার দর ৯৯৪ লক্ষ হবে ৬১৩ – ৬৫১। চাম্বল ফাটিলিসের প্রতিরোধ এলাকা কে পার করে বর্তমানে রয়েছে ৩৫২ লক্ষ হবে ৩৭০ , বাটচলিশ এ রাখতে হবে যে কে পেপার বাজার দর ৪২৪ লক্ষ হবে ৪৫০।