কলকাতা ব্যুরো: বিশ্বভারতীর গোলমাল, পাঁচিল দেওয়া ও পাঁচিল ভাঙা ইস্যুতে এবার মুখ খুললেন শঙ্খ ঘোষের মতো বুদ্ধিজীবীরা। তাঁরা একদিকে যেমন বিশ্বভারতী কর্তৃপক্ষের শান্তিনিকেতনে পাঁচিল ঘেরার মতো সিদ্ধান্তকে অনভিপ্রেত বলেছেন, তেমন পাঁচিল ভাঙা নিয়ে সোমবার যা হয়েছে তাতে ‘রাজনীতির কাদামাখা কুস্তির আখড়া হয়েছে বলে অভিযোগ করেছেন। বিশ্বকবির আশ্রম ঘিরে এমন অচলাবস্থা কাটাতে তাঁরা পক্ষপাতহীন ভাবে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
শঙ্খ ঘোষের পাশাপাশি তরুণ মজুমদার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, বুদ্ধদেব দাশগুপ্তের মতোই প্রতিবাদী খোলা আবেদনে নাম রয়েছে কৌশিক সেন, পরান বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, দেব শঙ্কর হালদারের। আরও আছেন শমীক বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, অনিক দত্ত, দেবজ্যোতি মিশ্র, হরিমাধব মুখোপাধ্যায়, কল্যাণ সেন বরাটের মতো পরিচিত শিল্পীমুখ।