কলকাতা ব্যুরো: মাঝে মাঝে লক ডাউন আর করোনা সংক্রমণ নিয়ে যখন তোলপাড় রাজ্যে, তার মাঝেই বাজারের সবজির দাম আকাশ ছুঁয়েছে। আলু, বেগুন বা অন্যান্য সবজির থেকেও কাঁচা লঙ্কার দাম গৃহস্থকে কাঁদিয়ে ছাড়ছে। গত কয়েক দিন ধরেই অন্য সবজির সঙ্গেই কাঁচা লংকার দাম বাড়ছিল। এ দিন তা সাম্প্রতিক অতীতের সব রেকর্ড ভেঙে দিলো। কলকাতার বিভিন্ন বাজারে এ দিন কাঁচা লঙ্কা বিক্রি হয়েছে আড়াইশ’ থেকে তিনশ’ টাকা কিলো দরে। তাতেও বাজারে লঙ্কা পাওয়া যাচ্ছে না। তার পিছনেই আছে আদা। ২০০ থেকে ২৫০ টাকা কিলো আদা বিক্রি হচ্ছে খুচরো বাজারে। পরিস্থিতি সামাল দিতে টাস্ক ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছে। জ্যোতি আর চন্দ্রমুখী আলুর দাম ৩০ থেকে ৩৬ টাকা হতেই নড়ে বসে নবান্ন।
গত সপ্তাহে দ্রুত বৈঠক ডেকে জ্যোতি আলুর দাম ২৫ টাকায় বাঁধতে নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ী সংগঠনগুলিকে। টাস্ক ফোর্সকে রাস্তায় নেমে নজরদারির নির্দেশ দেয় রাজ্য। সেই দাম এখনও নামেনি। উল্টে ঊর্ধ্বমুখী হয়েছে সবজির বাজার। তার মধ্যে সবচেয়ে মধ্যবিত্তকে দুশ্চিন্তায় ফেলেছে কাঁচালঙ্কা। ব্যবসায়ীরা বলছেন, যোগানের অভাবেই লঙ্কার দাম বাড়ছে। বাজার গুলিতে যাঁরা অন্যান্য সবজির সঙ্গে কাঁচা লঙ্কা বিক্রি করেন নিয়মিত, এখন তাঁদের বেশিরভাগই লঙ্কা বিক্রি বন্ধ করেছেন। তাঁদের যুক্তি, দাম এমন জায়গায় গিয়েছে যে তা বিক্রি করতে গিয়ে ক্রেতার সঙ্গে গোলমাল হচ্ছে। তাছাড়া মাল পাওয়া যাচ্ছে না। বেগুন, পটল, ঢেড়শ থেকে ঝিঙে সবই বিকোচ্ছে কিলো প্রতি ৫০ থেকে ৮০ টাকা। টমেটো ৮০ থেকে ১২০ টাকা কিলো। এই অবস্থায় সকার এখনই পদক্ষেপ না করলে করোনা আবহে বড় সমস্যা বাজার নিয়ে তৈরি হবে বলে মনে করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।