কলকাতা ব্যুরো: সেপ্টেম্বর থেকে করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে বলে জানালো রাশিয়া। সে দেশের গামালিয়া রিসার্চ ইন্সটিটিউট টিকাটি আবিষ্কার করেছে।
কিন্তু এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তড়িঘড়ি এই আবিষ্কারের পিছনে নিয়মনীতি ঠিকমতো মানা হয়নি বলে অভিযোগ উঠছে গোটা বিশ্বে।
রাশিয়ার মাইক্রোবায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে এই ভ্যাকসিনের প্রথম পরীক্ষা শুরু হয় জুন মাসে। মাত্র ৩৮ জনের দেহে এর ট্রায়াল হয়েছে। আমেরিকা ইতিমধ্যে ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়পত্র না দিলে পৃথিবীতে এর ব্যবহার সম্ভব নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও রাশিয়ার ভ্যাকসিনটি সম্পর্কে কোন মন্তব্য করেনি। তবে কয়েকদিন আগেই সংস্থার তরফে ভ্যাকসিন আবিষ্কারে তাড়াহুড়ো না করার জন্য রাশিয়াকে সতর্ক করা হয়েছিল।